Menu

দশাবতারস্তোত্রম্‌ এর বাংলা অর্থ | কবি শ্রীজয়দেব একাদশ শ্রেণি | Dashabatarstotram Bengali Meaning Class XI

Last Update : December 10, 2022

দশাবতারস্তোত্রম্‌ এর বাংলা অর্থ | কবি শ্রীজয়দেব একাদশ শ্রেণি | Dashabatarstotram Bengali Meaning Class XI

বিখ্যাত কবি জয়দেব রচিত গীতিকাব্য ‘গীতগোবিন্দম্‌’ এর প্রথম সর্গ ‘সামোদ দামোদরঃ’ থেকে এগারোটি শ্লোক নেওয়া হয়েছে।

সরল-অর্থ

[১] প্রলয়কালে বেদসমূহকে রক্ষা করেছিলে নৌকারূপী মৎস্যরূপে। হে কেশব, মৎস্যরূপী জগদীশ, হে হরি, তোমার জয় হোক।

[২] অতি বিশাল পৃষ্ঠদেশে তুমি পৃথিবীকে ধারণ করেছ আর তাই পৃষ্ঠে চক্রের মতো চিহ্ন দেখা যায়। হে কচ্ছপশরীর ধারণকারী কেশব, হে জগদীশ্বর, তোমার জয় হোক।

[৩] চাঁদে যেমন কলঙ্করেখা, তেমনি করে তোমার দন্ত-অগ্রে পৃথিবী সংলগ্ন হয়ে আছে। হে শূকররূপ ধারণকারী কেশব, হে জগদীশ, তোমার জয় হোক।

[৪] তোমার শ্রেষ্ঠ করকমলের অদ্ভুত শৃঙ্গ-নখের দ্বারা দৈত্য হিরণ্যকশিপুর দেহ দলিত করেছ। হে নরসিংহরূপধারী কেশক, হে জগদীশ, হে হরি, তোমার জয় হোক।

[৫] হে অদ্ভূত বামন, তুমি পদ প্রসারণে বলি রাজাকে ছলনা করেছ। তোমার পদনখজলে জগৎ পবিত্র হয়েছে। বামনরূপী কেশব, তোমার জয় হোক।

[৬] তুমি ক্ষত্রিয়দের রক্ত-জলে জগৎকে স্নান করিয়েছ আর তাতে জগতের পাপ দূর হয়েছে। এবং পৃথিবীর সন্তাপ প্রশমিত হয়েছে। হে ভৃগুপতি পরশুরাম রূপধারী কেশব, তোমার জয় হোক।

[৭] তুমি যুদ্ধে দশ দিকপতিগণকে দশানন রাবণের মস্তকরূপ উপহার দশদিকে বিতরণ করেছ। হে রামরূপী কেশব, তোমার জয় হোক।

[৮] তুমি শূভ্র শরীরে লাঙল ভয়ে ভীত যমুনার জলের মতো নীলবর্ণ বসন পরিহিত। হে বলরাম কেশব, হে জগদীশ্বর হরি, তোমার জয় হোক।

[৯] হে কৃপাময়, তুমি যজ্ঞবিধিযুক্ত বেদ-কথাকে নিন্দা করেছ। হে বুদ্ধশরীররূপী কেশব, তোমার জয় হোক।

[১০] ম্লেচ্ছ অনাচারীসমূহকে নিধনের জন্যে তুমি ধূমকেতুর মতো ভয়ংকর তরবারি ধারণ করেছ। হে কল্কিরূপধারী কেশব, তোমার জয় হোক।

[১১] শ্রীজয়দেব কবির রচিত এই সুখদানকারী মঙ্গলদানকারী পৃথিবীর সারবস্তু শ্রবণ করো। দশরূপ ধারণকারী হে কেশব, তোমার জয় হোক।

——————————————–
শ্রেণিবিষয়
দ্বাদশ শ্রেণিসমস্ত বিষয়
একাদশ শ্রেণিসমস্ত বিষয়
দশম শ্রেণিসমস্ত বিষয়
নবম শ্রেণিসমস্ত বিষয়
অষ্টম শ্রেণিসমস্ত বিষয়
সপ্তম শ্রেণিসমস্ত বিষয়
ষষ্ঠ শ্রেণিসমস্ত বিষয়
পঞ্চম শ্রেণিসমস্ত বিষয়

————————————————

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!