Menu

মেঘদূতম বাংলা অর্থ একাদশ শ্রেণি সংস্কৃত Class 11

Last Update : January 10, 2023

মেঘদূতম বাংলা অর্থ একাদশ শ্রেণি সংস্কৃত Class 11 | Meghdutam Sanskrit Text Bengali Meaning Class XI

প্রিয় একাদশ শ্রেণির শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একাদশ শ্রেণির কালিদাসের মেঘদূতম্‌-এর সরল উচ্চারণ ও বাংলা অর্থ । কালিদাসের মেঘদূতম ১০টি শ্লোক। একাদশ শ্রেণির সংস্কৃত । অর্থ প্রশ্ন উত্তর । তোমরা নিয়মিত অনুশীলন করো তবেই সফল হবে।

কালিদাসের মেঘদূতম্‌ থেকে বহুবিকল্প-ভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) | তোমাদের এই পোস্টের মাধ্যমে একাদশ শ্রেণির পদ্যাংশ কালিদাসের মেঘদূতম্‌ এর সন্ধি-ব্যতিরেকে উচ্চারণ ও সরল অর্থ দেওয়া হল । ১ ও ৫ নম্বরের প্রশ্ন ও উত্তর সম্পর্কে অন্য পোস্টে আলোচনা করা আছে । আমাদের আশা এই উচ্চারণ অর্থ তোমাদের কাজে আসবে।

বিখ্যাত কবি কালিদাস রচিত কাব্য ‘মেঘদূতম্‌’-এর ‘পূর্ব মেঘ’ থেকে দশটি শ্লোক নেওয়া হয়েছে। মেঘদূতম্‌’ দুটি খণ্ডে বিভক্ত—পূর্ব মেঘ ও উত্তর মেঘ এই নামে। মন্দাক্রান্তা ছন্দে রচিত।

মেঘদূতম সরল-উচ্চারণ ও অর্থ

শ্লোক – ১

কশ্চিৎ-কান্তা-বিরহ-গুরুণা স্বাধিকার-প্রমত্তঃ

আরো পড়ুন :  ব্রাহ্মণচৌরপিশাচকথা 75 সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

শাপেন-অস্তং-গমিত-মহিমা বর্ষ-ভোগ্যেণ ভর্তুঃ।

যক্ষঃ-চক্রে জনকতনয়া-স্নান-পুণ্য-উদকেষু

স্নিগ্ধচ্ছায়া-তরুষু বসতিং রামগিরিঃ-আশ্রমেষু।। ১ ।।

অর্থ—নিজের কাজে অবহেলা করার জন্য এক যক্ষকে তাঁর প্রভু একবছরের জন্য অত্যন্ত দুঃসহ প্রিয়াবিরহের অভিশাপ দিয়েছিলেন। এর ফলে সমস্ত মহিমা নষ্ট হয়ে সেই যক্ষ জনক কন্যা সীতার স্নানে পবিত্র জলাশয় ও স্নিগ্ধ-ছায়াতরু-সন্নিবিষ্ট রামগিরি পর্বতে বাস করছিলেন।


শ্লোক – ২

তস্মিন্-অদ্রৌ কতিচিৎ-অবলা-বিপ্রযুক্তঃ স কামী

নীত্বা মাসান্ কনকবলয়-ভ্রংশ-রিক্ত-প্রকোষ্ঠঃ।

আষাঢ়স্য প্রথমদিবসে মেঘম্‌-আশ্লিষ্ট-সানুং

বপ্রক্রীড়া-পরিণত-গজ-প্রেক্ষণীয়ং দদৰ্শ ।। ২।।

অর্থ—প্রেয়সীর সঙ্গছাড়া সেই যক্ষের কয়েকমাসের মধ্যেই হাত থেকে সোনার বালা খসে গিয়ে বাহু শূন্য হল। আষাঢ় মাসের প্রথম দিবসে বপ্রক্রীড়ায় মত্ত পরিণত হাতির মতো দেখতে এক মেঘকে সে পর্বতের চূড়া স্পর্শ করতে দেখল।


শ্লোক – ৩

তস্য স্থিত্বা কথমপি পুরঃ কৌতুক-আধান-হেতোঃ

অন্তর্বাষ্পঃ-চিরম্‌-অনুচরো রাজরাজস্য দধ্যৌ।

মেঘ-আলোকে ভবতি সুখিনঃ-অপি-অন্যথা-বৃত্তি-চেতঃ

কণ্ঠ-আশ্লেষ-প্রণয়িনি জনে কিং পুনঃ-দূরসংস্থে ।।৩।।

অর্থ—যক্ষরাজ কুবেরের অনুচর অন্তরের কান্না অশ্রু চেপে রেখে উৎকণ্ঠিত হয়ে মেঘের সামনে বহুক্ষণ চিন্তা করল। মেঘ দেখলে সুখী মানাষের মনও উদ্বিগ্ন হয়, কণ্ঠ আলিঙ্গনে উন্মুখ এমন প্রিয়জন দূরে থাকলে তা কথা আর কী বলবো?


শ্লোক – ৪

প্রত্যাসন্নে নভসি দয়িতা-জীবিত-আলম্বনার্থী

জীমূতেন স্বকুশলময়ীং হারয়িষ্যন্ প্রবৃত্তিম্।

স প্রতি-অগ্রৈঃ কুটজ-কুসুমৈঃ কল্পিতা-অর্ঘ্যায় তস্মৈ

আরো পড়ুন :  ব্রাহ্মণচৌরপিশাচকথা 75 সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

প্রীতঃ প্রীতি-প্রমুখ-বচনং স্বাগতং ব্যাজহার ।। ৪।।

অর্থ—শ্রাবণ মাস এলে যক্ষ তার প্রিয়তমার প্রাণরক্ষার জন্য নিজের কুশল সংবাদ পাঠাতে চাইলেন। সে নবজাত কুটজ (কুরচি) ফুল দিয়ে অর্ঘ্য সাজিয়ে আনন্দিত হয়ে মেঘকে সম্ভাষণ জানাল।


শ্লোক – ৫

ধূমজ্যোতিঃ সলিল-মরুতাং সংনিপাতঃ ক্ব মেঘঃ

সংদেশার্থাঃ ক্ব পটুকরণৈঃ প্রাণিভিঃ প্রাপণীয়াঃ।

ইতি-ঔৎসুক্যাৎ-অপরিগণয়ন্ গুহ্যকঃ-তম্‌ যযাচে

কামার্তা হি প্রকৃতিকৃপণা-চেতন-অচেতনেষু ।। ৫।।

অর্থ—কোথায় ধূম, জ্যোতি, জল, বায়ুর মিশ্রণে সৃষ্ট মেঘ আর কোথায় বা  সংবাদ প্রেরণযোগ্য ইন্দ্রিয়যুক্ত প্রাণী ? কৌতূহলবশত এসব চিন্তা না করেই মেঘকে প্রার্থনা জানাল। কারণ বিরহী ব্যক্তিরা চেতন-অচেতন বিষয়ে তফাৎ করতে পারে।


শ্লোক – ৬

জাতং বংশে ভুবন-বিদিতে পুষ্কর-আবর্তকানাং

জানামি ত্বাং প্রকৃতি-পুরুষং কামরূপং মঘোনঃ।

তেন-অর্থিত্বং ত্বয়ি বিধিবশাৎ-দূরবন্ধুঃ-গতঃ-অহং

যাজ্ঞা মোঘা বরম্‌-অধিগুণে ন-অধমে লব্বকামা ।।৬।।

অর্থ—তুমি পুষ্কর আবর্তকদের বিশ্বখ্যাত বংশে জন্ম নিয়েছ। আমি জানি তুমি ইন্দ্রের প্রধান সহচর এবং নিজের ইচ্ছানুসারে রূপধারণ করে পারো। দৈবের কারণে আজ প্রিয়তমার থেকে দূরবর্তী তাই আমি প্রার্থী আজ। অধমের কাছে সফল হওয়ার থেকে গুণীর কাছে প্রার্থনা ব্যর্থ হওয়া ভালো।


শ্লোক – ৭

সংতপ্তানাং ত্বমসি শরণং তৎ পয়োদ প্রিয়ায়াঃ

সংদেশং মে হর ধনপতি-ক্রোধ-বিশ্লেষিতস্য।

গন্তব্যা তে বসতিঃ-অলকা নাম যক্ষেশ্বরাণাং

বাহ্য-উদ্যানস্থিত-হর-শিরঃ-চন্দ্রিকা-ধৌত-হর্ম্যা ।। ৭।।

অর্থ—হে মেঘ! তুমি তাপিত প্রাণীর আশ্রয়। ধনপতি কুবেরের ক্রোধে আজ আমি প্রিয়তমার কাছ থেকে বিচ্ছিন্ন। তুমি আমার সংবাদ তার কাছে পৌঁছে দাও। তোমাকে যেতে হবে শিবের মস্তকস্থিত চন্দ্রের আলোয় স্নাত অলকাপুরীর যক্ষেশ্বরের প্রাসাদে।

আরো পড়ুন :  ব্রাহ্মণচৌরপিশাচকথা 75 সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

শ্লোক – ৮

ত্বাম্‌-আরূঢ়ং পবন-পদবীম্‌-উদ্‌গৃহীতাঃ-অলকান্তাঃ

প্রেক্ষিষ্যন্তে পথিক-বনিতাঃ প্রত্যয়াদ্‌-আশ্বসত্যঃ।

কঃ সংনদ্ধে বিরহ-বিধুরাং ত্বয়ি-উপেক্ষেত জায়াং

ন স্যাৎ-অন্যঃ-অপি-অহম্‌-ইব জনো যঃ পরাধীনবৃত্তিঃ । ৮।

অর্থ—তোমাকে আকাশে উড়তে দেখলে পথিকবণিতারা স্বামীর ফেরার আশায় চুলের প্রান্তভাগ তুলে তোমাকে দেখবে। তোমাকে আকাশে জমাট বাঁধতে দেখেও আমার মতো পরের অধীন ব্যাক্তি ছাড়া আর কেই বা তাদের বিরহিণী স্ত্রীকে উপেক্ষা করবে?


শ্লোক – ৯

মন্দং মন্দং নুদতি পবনঃ-চ-অনুকূলো যথা ত্বাং

বামঃ-চ-অয়ং নদতি মধুরং চাতকঃ-তে সগন্ধঃ।

গর্ভাধান-ক্ষণ-পরিচয়াৎ-নূনং-আবদ্ধমালাঃ

সেবিষ্যন্তে নয়নসুভগং খে ভবন্তং বলাকাঃ ।।৯।।

অর্থ—অনুকূল বায়ু তোমাকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে এবং তোমার বামদিকে গর্বিত চাতকপাখিরা ডাকছে। গর্ভধারণ করার আনন্দে দৃষ্টি মনোহর বকেরা তোমাকে নিশ্চয় সেবা করবে।


শ্লোক – ১০

তাং চ-অবশ্যং দিবস-গণনা-তৎপরাম্‌-একপত্নীম্

অব্যাপন্নাম্‌-অবিহত-গতিঃ-দ্রক্ষ্যসি ভ্রাতৃজায়াম্।

আশাবন্ধঃ কুসুমসদৃশং প্রায়শো হি-অঙ্গনানাং

সদ্যঃপাতি প্রণয়ি-হৃদয়ং বিপ্রয়োগে রুণদ্ধি ।। ১০।।

অর্থ—তুমি অবাধ গতিতে এগিয়ে গেলে দিন গণনায় ব্যস্ত পতিব্রতা তোমার ভ্রাতৃবধূকে অবশ্যই দেখতে পাবে। কারণ ফুলের মত কোমল, বিরহে ভেঙে পড়া নারীর মনকে আশার বন্ধনই বেঁধে রাখে।


File Name : মেঘদূতম্‌ ১০টি শ্লোকের উচ্চারণ ও সরল অর্থ pdf

File Format : পিডিএফ

File Language : বাংলা

File Location : গুগল ড্রাইভ

Download Link :  মেঘদূতম্‌ ১০টি শ্লোকের উচ্চারণ ও সরল অর্থ pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!