Last Updated on December 10, 2022 by বাংলা মাস্টার
দশাবতারস্তোত্রম্ এর বাংলা অর্থ | কবি শ্রীজয়দেব একাদশ শ্রেণি | Dashabatarstotram Bengali Meaning Class XI
বিখ্যাত কবি জয়দেব রচিত গীতিকাব্য ‘গীতগোবিন্দম্’ এর প্রথম সর্গ ‘সামোদ দামোদরঃ’ থেকে এগারোটি শ্লোক নেওয়া হয়েছে।
সরল-অর্থ
[১] প্রলয়কালে বেদসমূহকে রক্ষা করেছিলে নৌকারূপী মৎস্যরূপে। হে কেশব, মৎস্যরূপী জগদীশ, হে হরি, তোমার জয় হোক।
[২] অতি বিশাল পৃষ্ঠদেশে তুমি পৃথিবীকে ধারণ করেছ আর তাই পৃষ্ঠে চক্রের মতো চিহ্ন দেখা যায়। হে কচ্ছপশরীর ধারণকারী কেশব, হে জগদীশ্বর, তোমার জয় হোক।
[৩] চাঁদে যেমন কলঙ্করেখা, তেমনি করে তোমার দন্ত-অগ্রে পৃথিবী সংলগ্ন হয়ে আছে। হে শূকররূপ ধারণকারী কেশব, হে জগদীশ, তোমার জয় হোক।
[৪] তোমার শ্রেষ্ঠ করকমলের অদ্ভুত শৃঙ্গ-নখের দ্বারা দৈত্য হিরণ্যকশিপুর দেহ দলিত করেছ। হে নরসিংহরূপধারী কেশক, হে জগদীশ, হে হরি, তোমার জয় হোক।
[৫] হে অদ্ভূত বামন, তুমি পদ প্রসারণে বলি রাজাকে ছলনা করেছ। তোমার পদনখজলে জগৎ পবিত্র হয়েছে। বামনরূপী কেশব, তোমার জয় হোক।
[৬] তুমি ক্ষত্রিয়দের রক্ত-জলে জগৎকে স্নান করিয়েছ আর তাতে জগতের পাপ দূর হয়েছে। এবং পৃথিবীর সন্তাপ প্রশমিত হয়েছে। হে ভৃগুপতি পরশুরাম রূপধারী কেশব, তোমার জয় হোক।
[৭] তুমি যুদ্ধে দশ দিকপতিগণকে দশানন রাবণের মস্তকরূপ উপহার দশদিকে বিতরণ করেছ। হে রামরূপী কেশব, তোমার জয় হোক।
[৮] তুমি শূভ্র শরীরে লাঙল ভয়ে ভীত যমুনার জলের মতো নীলবর্ণ বসন পরিহিত। হে বলরাম কেশব, হে জগদীশ্বর হরি, তোমার জয় হোক।
[৯] হে কৃপাময়, তুমি যজ্ঞবিধিযুক্ত বেদ-কথাকে নিন্দা করেছ। হে বুদ্ধশরীররূপী কেশব, তোমার জয় হোক।
[১০] ম্লেচ্ছ অনাচারীসমূহকে নিধনের জন্যে তুমি ধূমকেতুর মতো ভয়ংকর তরবারি ধারণ করেছ। হে কল্কিরূপধারী কেশব, তোমার জয় হোক।
[১১] শ্রীজয়দেব কবির রচিত এই সুখদানকারী মঙ্গলদানকারী পৃথিবীর সারবস্তু শ্রবণ করো। দশরূপ ধারণকারী হে কেশব, তোমার জয় হোক।
শ্রেণি | বিষয় |
---|---|
দ্বাদশ শ্রেণি | সমস্ত বিষয় |
একাদশ শ্রেণি | সমস্ত বিষয় |
দশম শ্রেণি | সমস্ত বিষয় |
নবম শ্রেণি | সমস্ত বিষয় |
অষ্টম শ্রেণি | সমস্ত বিষয় |
সপ্তম শ্রেণি | সমস্ত বিষয় |
ষষ্ঠ শ্রেণি | সমস্ত বিষয় |
পঞ্চম শ্রেণি | সমস্ত বিষয় |
————————————————